logo
আপডেট : ১৫ নভেম্বর, ২০২০ ১১:২৩
পাকিস্তানের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করল ভারত
অনলাইন ডেস্ক

পাকিস্তানের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করল ভারত


পাকিস্তান হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করেছে ভারত। গত ১৩ নভেম্বর জম্মু-কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর পাকিস্তানি বাহিনীর ভারী গোলা নিক্ষেপের ঘটনার তীব্র প্রতিবাদ জানাতে শনিবার এ তলব করা হয়।
ভারতের দাবি, ১৩ নভেম্বর হামলায় তাদের পাঁচজন সেনা ও চারজন বেসামরিক মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৯ জন। পাকিস্তানি হামলার সমুচিত জবাব তারা দিয়েছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, কোনো ধরনের উসকানি ছাড়াই পাকিস্তানি বাহিনী যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনায় দেশটির চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করে তীব্র প্রতিবাদ জানিয়েছে ভারত। পাকিস্তানি বাহিনীর ইচ্ছাকৃতভাবে নিরীহ বেসামরিক লোকদের লক্ষ্যবস্তু করার তীব্র নিন্দা জানানো হয়েছে। সীমান্ত অতিক্রম করে ভারতে সন্ত্রাসীদের অনুপ্রবেশের বিষয়টি পাকিস্তান এখনও সমর্থন করে যাওয়ায় এ ব্যাপারে তীব্র প্রতিবাদ জানিয়েছে ভারত।
সূত্র: এনডিটিভি  


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com