logo
আপডেট : ১৫ নভেম্বর, ২০২০ ১৬:৪৬
দেশে অনুমোদনহীন কোনও হাসপাতাল কাজ করতে পারবে না : স্বাস্থ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক

দেশে অনুমোদনহীন কোনও হাসপাতাল কাজ করতে পারবে না : স্বাস্থ্যমন্ত্রী


বাংলাদেশে অনুমোদনহীন কোনও হাসপাতাল, ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টার কাজ করতে পারবে না। বিষয়টি নিশ্চিত করতে এরই মধ্যে পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। 
আজ দুপুরে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ১০০টি ভেন্টিলেটর প্রদান করে যুক্তরাষ্ট্র। অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, 'নো মাস্ক নো সার্ভিস' বাস্তবায়নে কঠোর হচ্ছে সরকার।
তিনি বলেন, "করোনার দ্বিতীয় ঢেউ সামাল দিতে এরইমধ্যেই সব ধরনের পদক্ষেপ নেয়া হয়েছে। বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল মিলার বলেন, করোনা মোকাবিলায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র এক সাথে কাজ করছে।"


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com