logo
আপডেট : ১৫ নভেম্বর, ২০২০ ১৬:৫০
নাইজেরিয়ায় নৌকাডুবে শিশুসহ ১৮ জনের মৃত‌্যু
অনলাইন ডেস্ক

নাইজেরিয়ায় নৌকাডুবে শিশুসহ ১৮ জনের মৃত‌্যু


নাইজেরিয়ার বাউচি রাজ‌্যে একটি নৌকাডুবির ঘটনায় ১৫ শিশুসহ ১৮ জনের মৃত‌্যু হয়েছে ও পাঁচজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। গত শুক্রবার এ ঘটনা ঘটে বলে সিনহুয়া এক প্রতিবেদনে জানায়।
জানা গেছে, যাত্রী পরিবহন করার সময় বুজি নদীতে নৌকাটি উল্টে গিয়ে প্রাণহানির ঘটনা ঘটে। দুর্ঘটনায় মারা যাওয়া অপর তিনজন পুরুষ, তাদের বয়স ২০ থেকে ৩০ বছরের মধ‌্যে।
উল্লেখ্য, আফ্রিকার জনবহুল এ দেশে নৌদুর্ঘটনা খুবই সাধারণ ঘটনা। এর আগেও গত ১২ সেপ্টেম্বর ও আগস্ট মাসে পৃথক নৌকাডুবির ঘটনায় যথাক্রমে ১২ জন ও ১০ জনের মৃত‌্যু হয়।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com