logo
আপডেট : ১৫ নভেম্বর, ২০২০ ১৮:৪৭
ইরাকের সঙ্গে শিগগিরই সই হবে সামরিক সনদ : ইরান
নিজস্ব প্রতিবেদক

ইরাকের সঙ্গে শিগগিরই সই হবে সামরিক সনদ : ইরান


ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি বলেছেন,ইরাকের সাথে খুব শিগগিরই একটি সামরিক সনদ সই হবে।
আজ রবিবার ইরাকের প্রতিরক্ষামন্ত্রী লেফটেন্যান্ট জেনারেল জুমা আনাদ সাদুনের সঙ্গে তেহরানে বৈঠকে পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন। 
জেনারেল বাকেরি আরো বলেন,ইরান ও ইরাকের সামরিক বাহিনী দীর্ঘদিন ধরে পরস্পরকে সহযোগিতা করে আসছে। এর আগেও সামরিক সনদ সইয়ের বিষয়ে দুই পক্ষের মধ্যে বিশদ আলোচনা হয়েছে। এখন এই সনদ তৈরির কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে। খুব শিগগিরই তা সই করবে দুই দেশ।
জেনারেল বাকেরি আরও বলেন, অতীতে দুই দেশ সামরিক চুক্তিতে সই করেছে এবং সেগুলোর বাস্তবায়ন হয়েছে। এর আগে ইরাকের যেসব সামরিক সরঞ্জাম প্রয়োজন পড়েছে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় সেগুলো সরবরাহ করেছে।
তিনি বলেন, এখনও আমরা বলেছি ইরাকের কোনো কিছুর প্রয়োজন হলে ইরান সে ক্ষেত্রে সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে। এছাড়া ভবিষ্যতে সামরিক সহযোগিতা বাড়ানোর বিষয়েও দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়েছে।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com