চাকরির বয়সসীমা অতিক্রান্ত হওয়ায় লেফটেন্যান্ট জেনারেল, মেজর জেনারেল, ব্রিগেডিয়ার জেনারেলসহ বিভিন্ন পর্যায়ের সেনাবহিনীর ১১১ অফিসার স্বাভাবিক অবসরে যাচ্ছেন।
সম্প্রতি এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপনে এ আদেশ দেয়া হয়।
ইতোমধ্যেই লেফটেন্যান্ট জেনারেল শেখ মামুন খালেদ অবসরে গিয়েছেন। আগামী ২৯ নভেম্বরের মধ্যেই অবসরে যাবেন লেফটেন্যান্ট জেনারেল মো. মাহফুজুর রহমান।
মেজর জেনারেল সাজ্জাদুল হক অবসের যাবেন আগামী ৩০ নভেম্বর। আগামী ৯ ডিসেম্বর অবসর নেবেন লেফটেন্যান্ট জেনারেল মো. সামছুল হক।
এছাড়া আগামী ৩০ ডিসেম্বর অবসের যাবেন লেফটেন্যান্ট জেনারেল মো. সফিকুর রহমান এবং পরদিন (৩১ ডিসেম্বর) মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরী অবসর নেবেন।