logo
আপডেট : ১৫ নভেম্বর, ২০২০ ১৯:৪৮
বিশ্বের সবচেয়ে বড় বাণিজ্য জোটের যাত্রা শুরু
অনলাইন ডেস্ক


বিশ্বের সবচেয়ে বড় বাণিজ্য জোটের যাত্রা শুরু


এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ১৫ দেশ নিয়ে চীনের উদ্যোগে গঠিত হয়েছে বিশ্বের সবচেয়ে বড় মুক্তবাণিজ্য জোট রিজিওনাল কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ (আরসিইপি)। রয়টার্স'র প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।
রোববার (১৫ নভেম্বর) ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে আসিয়ান শীর্ষ সম্মেলনের শেষদিন নতুন এই জোট গঠনের চুক্তি হয়।
এদিকে, দক্ষিণ-পূর্ব এশিয়ার জোট আসিয়ানের ১০ দেশের সঙ্গে চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ড আরসিইপি জোটে থাকছে।
বিশ্ববাণিজ্যে আগামী দিনের এ জোট বড় ধরনের প্রভাব পড়বে বলে বিশ্লেষকদের ধারণা। এ জোটভুক্ত দেশগুলোতে বিশ্বের ৩০ শতাংশ মানুষের বসবাস।
দক্ষিণ-পূর্ব এশিয়ার জোট আসিয়ানের দশ দেশের সঙ্গে চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড থাকছে এই জোটে।
আন্তর্জাতিক বাণিজ্যে চীনের প্রভাব খর্ব করতে বারাক ওবামার সময়ে ১২ দেশের ‘ট্রান্স প্যাসিফিক পার্টনারশিপ’ চুক্তি করেছিল যুক্তরাষ্ট্র। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর সেই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে বের করে আনেন।
আরসিইপি চুক্তি ওবামার সেই জোটের জন্যও বড় ধাক্কা হয়ে এলো এবং চীনের অর্থনৈতিক উচ্চাশা পূরণের পথকে আরও মজবুত করল বলে মনে করছেন বিশ্লেষকরা।
নতুন এই জোটের আওতায় পড়বে বিশ্বের মোট জিডিপির ৩০ শতাংশ। এর মধ্য দিয়ে যে মুক্তবাণিজ্য এলাকা তৈরি হবে, তা আকারে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো নিয়ে গঠিত মুক্তবাণিজ্য অঞ্চল বা ইউরোপিয়ান ইউনিয়নের চেয়েও বড় হবে।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com