logo
আপডেট : ১৫ নভেম্বর, ২০২০ ২০:২৯
মুসলিম হওয়ায় মার্কিন ফ্লাইট থেকে নামিয়ে দেয়ার অভিযোগ
নিজস্ব প্রতিবেদক


মুসলিম হওয়ায় মার্কিন ফ্লাইট থেকে নামিয়ে দেয়ার অভিযোগ


মুসলিম হওয়ায় একজন নারীকে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সি রাজ্যের একটি ফ্লাইট থেকে নামিয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এমনকি বিষয়টি টুইটারে পোস্ট করায় তাকে গ্রেপ্তারও করা হয়। ওই নারীর নাম আমানি আল খাতাবেহ।
জানা গেছে, ওই নারী একজন অ্যাক্টিভিস্ট ও ব্লগার। তাকে গ্রেপ্তারের ৪ ঘণ্টা পরই ছেড়ে দেয় মার্কিন পুলিশ। বিমানবন্দরে একজন পুরুষের অনিয়মের প্রতিবাদ জানালে এ ঘটনার সূত্রপাত হয়। শ্বেতাঙ্গ ব্যক্তির সঙ্গে বাকবিতণ্ডার জের ধরে পুলিশ তাকে নামিয়ে দেয় বলে জানা যায়। 
এদিকে, আমেরিকান এয়ারলাইন্সের পক্ষ থেকে জানানো হয়েছে, আমরা ঘটনা সম্পর্কে জেনেছি এবং প্রকৃত অর্থেই কি ঘটেছে তা বের করা হবে। পুলিশের অভিযোগ তিনি ফ্লাইট কর্তৃপক্ষের বিরুদ্ধে বাজে ভাষা ব্যবহার করেছেন। সূত্র: দ্য গার্ডিয়ান।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com