logo
আপডেট : ১৫ নভেম্বর, ২০২০ ২১:০৬
ফের টুইটে ভোট জালিয়াতির অভিযোগ ট্রাম্পের
অনলাইন ডেস্ক

ফের টুইটে ভোট জালিয়াতির অভিযোগ ট্রাম্পের


অবশেষে জো বাইডেনের জয় মেনে নিয়ে টুইট করেছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। কিন্তু একটু অন্যভাবে বাইডেনের জয় মেনে নিয়েছেন ট্রাম্প। বাংলাদেশের স্থানীয় সময় রবিবার সন্ধ্যায় এক টুইট পোস্টে নাম না করেই তিনি বলেন, ভোট জালিয়াতির কারণে তিনি নির্বাচনে জিতেছেন।
টুইটে মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট বলেছেন, ভোট জালিয়াতির কারণে নির্বাচনে তিনি জিতেছেন। নির্বাচনী পর্যবেক্ষণকারী কোনো ব্যক্তি বা সংস্থাকে ভোট গণনায় যেতে দেওয়া হয়নি। কট্টর বামপন্থী মালিকানাধীন কিছু বেসরকারি প্রতিষ্ঠান ভোট গণনার কাজ তদারকি করেছে। 
ভোট গণনার কাজ তদারকিকারীদের দুর্নাম রয়েছে জানিয়ে টুইট বার্তায় তিনি বলেন, তারা টেক্সাসে কাজ পাওয়ার জন্যও যোগ্যতা নেই। উল্লেখ্য, এর আগেও, ট্রাম্প ভোট জালিয়াতির অভিযোগ করেছেন একাধিকবার, এমনকি মামলাও করেছেন। 


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com