logo
আপডেট : ২ আগস্ট, ২০১৮ ২১:০০
খালেদার বিরুদ্ধে চার্জ শুনানি ২৭ সেপ্টেম্বর
নিজস্ব প্রতিবেদক

খালেদার বিরুদ্ধে চার্জ শুনানি ২৭ সেপ্টেম্বর

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে ভুয়া জন্মদিন পালন এবং যুদ্ধাপরাধীদের মদদ দেওয়ার অভিযোগে মানহানির দুই মামলায় চার্জ গঠনের শুনানির দিন পিছিয়ে আগামী ২৭ সেপ্টেম্বর ধার্য করেছে আদালত।
বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আসাদুজ্জামান নুর আসামিপক্ষের সময়ের আবেদন মঞ্জুর করে এই দিন ধার্য করেন।

পুরান ঢাকার বকশি বাজারের অস্থায়ী আদালতে এই শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে সাবেক এ প্রধানমন্ত্রী দুই মামলায় গত ৩১ জুলাই ঢাকা মহানগর দায়রা জজ আদালতে জামিন পেলেও অন্য মামলায় কারাগারে রয়েছেন। এ তথ্য আদালতকে জানিয়ে চার্জ শুনানির জন্য সময়ের আবেদন করেন আইনজীবী সানাউল্লাহ মিয়া ও মাসুদ আহমেদ তালুকদার।

শুনানি শেষে বিচারক সময়ের আবেদন মঞ্জুর করে আগামী ২৭ সেপ্টেম্বর চার্জ শুনানির নতুন দিন ধার্য করেন।
২০১৬ সালের ৩০ আগস্ট ঢাকা সাংবাদিক ইউনিয়নের (একাংশ) সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গাজী জহিরুল ইসলাম ভুয়া জন্মদিনের মামলা করেন। পরে ওই বছর ২৭ নভেম্বর খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত।
অন্যদিকে যুদ্ধাপরাধীদের মদদের মামলাটি ২০১৬ সালের ৩ নভেম্বরী বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী দায়ের করেন। ২০১৭ সালের ২৫ ফেব্রুয়ারি তেজগাঁও থানার ওসি (তদন্ত) এ বি এম মশিউর রহমান খালেদা জিয়ার বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দাখিল করেন। ওই বছর ১২ অক্টোবর সাবেক এ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com