logo
আপডেট : ১৬ নভেম্বর, ২০২০ ১৭:২৬
পাকিস্তানের দাবি প্রত্যাখান আফগানিস্তানের
অনলাইন ডেস্ক

পাকিস্তানের দাবি প্রত্যাখান আফগানিস্তানের


ভারত আফগানিস্তানের অঞ্চল ব্যবহার করে পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করছে- গত শনিবার এমনটা দাবি করেছিলেন পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র। যে অনুষ্ঠানে তিনি এ দাবি করেছিলেন সেখানে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীও উপস্থিত ছিলেন।  তবে আফগানিস্তান পাকিস্তানের এ দাবি দৃঢ়ভাবে প্রত্যাখান করেছে।
আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল রবিবার (১৫ নভেম্বর) এক বিবৃতিতে বলেছে, তারা সন্ত্রাসবাদের সবচেয়ে বড় শিকার। কখনই তাদের ভূখণ্ড ব্যবহার করে অন্য দেশের বিরুদ্ধে ধ্বংসাত্মক কার্যক্রম পরিচালনার অনুমতি দেবে না।
বিবৃতিতে আফগানিস্তান আরও বলেছে, সব ধরনের সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধে তারা প্রতিশ্রুতিবদ্ধ। তারা কখনই তাদের ভূখণ্ড ব্যবহার করে অন্য রাষ্ট্রের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা হতে দেবে না।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com