logo
আপডেট : ১৭ নভেম্বর, ২০২০ ১৮:২৫
মানুষের হৃদয় জয় করে নেয়া শিল্পীর নাম রুনা লায়লা : শাকিব খান


মানুষের হৃদয় জয় করে নেয়া শিল্পীর নাম রুনা লায়লা : শাকিব খান


উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লার আজ জন্মদিন। পাঁচ দশকের বেশি সংগীতজীবনে তিনি গেয়েছেন ১৮ ভাষায় গান। জন্মদিনে গুণী এই সংগীতশিল্পীকে শুভেচ্ছা জানিয়েছেন ঢালিউডের শীর্ষ অভিনেতা শাকিব খান।
আজ মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শাকিব খান তার ভেরিফাইড পেজে লিখেছেন,
গানে গানে উপমহাদেশের মানুষের হৃদয় জয় করে নেয়া শিল্পীর নাম রুনা লায়লা। শুধু বাংলা ভাষায় নয়, বিশ্বের ১৮ ভাষার গানে আপনার মোহনীয় কণ্ঠের জাদুতে আজও মুগ্ধ করে যাচ্ছেন। আপনি অসম্ভব এক অনুপ্রেরণার নাম, পাশাপাশি বিস্ময়ের! 
সত্যি আমরা খুবই ভাগ্যবান যে, আমাদের সংগীতে একজন রুনা লায়লা আছেন। পুরো বাংলা সংগীতের অহঙ্কার আপনি। 
গর্ব করে আমরা বলতে পারি আমাদের ‘দ্য রুনা লায়লা’ আছেন। আপনার গানের একজন নিয়মিত শ্রোতা-ভক্ত আমি। আপনার সঙ্গে যতবারই দেখা হয়েছে, ততোবারই আপনি আমাকে পরম স্নেহ দিয়েছেন। আপনার ব্যক্তিত্ব আমাকে মুগ্ধ করে। 
আপনাকে নিয়ে বলতে বললে হয়তো শেষ করা যাবে না। আজ বিশেষ দিন। হে কিংবদন্তি, আজ আপনার পৃথিবীতে আগমনের দিন। 


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com