logo
আপডেট : ১৭ নভেম্বর, ২০২০ ১৮:৫৩
টঙ্গীতে সন্ত্রাসী হামলায় আহত ৪
নিজস্ব প্রতিবেদক

টঙ্গীতে সন্ত্রাসী হামলায় আহত ৪


গাজীপুরের টঙ্গী মিলগেইট নামা বাজার এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুর্বৃত্তদের হামলায় চারজন আহত হয়েছে। আজ দুপুরে এ ঘটনা ঘটে। 
আহতরা হলেন ৫৫নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম সানি, সিরু মিয়া,পারভেজ পাঠাওয়ারী ও টুম্পা। আহতদের উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতাতে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানার এসআই হাসান ঘটনাস্থল পরিদর্শন করেন।
জানা যায়, ছাত্রলীগ নেতা সানির কাছে পাওনা টাকা সংক্রান্ত ঘটনায় বেশ কিছুদিন যাবৎ বিরোধ চলছিলো বদীর লোকজনের সাথে। এনিয়ে আজ সকালে স্থানীয় কাউন্সিলর এর অফিসে উভয়পক্ষের মধ্যস্থতায় মিমাংসার কথা ছিলো। এসময় ছাত্রলীগ নেতা সানি কাউন্সিলর এর অফিসে উপস্থিত না হওয়ায় বদি ক্ষিপ্ত হয়ে সানির বাড়িতে হামলা চালিয়ে চারজন পিটিয়ে আহত করে। 
এ বিষয়ে বদির সাথে যোগাযোগ করলে তাঁর নেতৃত্বে হামলার বিষয়টি অস্বীকার করেন এবং ঘটনার সময় তিনি ছিলেন না বলে দাবি করেন। 
এ ব্যাপারে টঙ্গী পশ্চিম থানার ওসি এমদাদুল হকের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, আহতরা থানায় এসে অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com