logo
আপডেট : ১৭ নভেম্বর, ২০২০ ২১:০০
করোনা ঠেকাতে ভারতের পদক্ষেপ প্রশংসনীয়: এস. জয়শঙ্কর
অনলাইন ডেস্ক

করোনা ঠেকাতে ভারতের পদক্ষেপ প্রশংসনীয়: এস. জয়শঙ্কর


ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর বলেছেন, করোনাভাইরাস নিয়ন্ত্রণে সরকারের পদক্ষেপ দেশের সাধারণ মানুষের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে।
সোমবার একটি সংলাপে অংশ নিয়ে তিনি বলেন, করোনাভাইরাসের ভয়াবহতা নিয়ে কোনো ধারণা ছিল না। তারপরও সরকার মহামারি করোনাভাইরাসকে যেভাবে মোকাবেলা করেছে, সেটি আমাদের রাষ্ট্রের প্রতি দেশের মানুষের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে তুলবে। 
তিনি বলেন, এই মহামারির সময়ে আমাদের পর্যাপ্ত পিপিই ও ভেন্টিলেটর ছিল না। এমনকি এন-৯৫ মাস্ক এবং টেস্টিং কিটের সংকট ছিল। তারপর আজ ভারত এসব দরকারি পণ্য উৎপাদন করে দেশের চাহিদা মেটিয়ে অন্য দেশেও বিতরণ করছে।
ডেকান সংলাপে পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, করোনা পরিস্থিতিতে ভারতের সামাজিক শৃঙ্খলা অনেক উন্নত দেশের তুলনায় ভালো ছিল। আর এটা হয়েছে নেতৃত্ব ও মোটিভেশনের কারণে। 
তিনি আরও বলেন, এখন আমাদের চ্যালেঞ্জ হলো এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসা। আর আমি বিশ্বাস করি ভারত একদিন করোনার সংকট কাটিয়ে উঠবে।   
উল্লেখ্য, ডেকান সংলাপটি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে এবং হায়দ্রাবাদের ইন্ডিয়ান স্কুল অব বিজনেস আয়োজনে অনুষ্ঠিত হয়। এটি মূলত ভারতের বিভিন্ন আলোচিত বিষয়টি কথোপকথনের একটি প্ল্যাটফর্ম।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com