আপডেট : ১৭ নভেম্বর, ২০২০ ২১:০৮
মেধা দিয়ে দেশকে এগিয়ে নিতে তরুণ প্রজন্মের প্রতি আহ্বান সজীব ওয়াজেদ জয়ের
নিজস্ব প্রতিবেদক
নিজেদের মেধা দিয়ে দেশকে এগিয়ে নিতে তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। আজ মঙ্গলবার রাতে 'জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড-২০২০'-এর ভার্চুয়াল অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ আহ্বান জানান।
সজীব ওয়াজেদ জয় বলেন, সমাজ বদলে এয়ে আসা তরুণদের দেয়া হচ্ছে এই পুরস্কার।
সরকারের যোগ্য নেতৃত্বের কারণেই দেশে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলেও মনে করেন তিনি।