logo
আপডেট : ১৮ নভেম্বর, ২০২০ ১৯:০১
আইসিইউ থেকে কেবিনে আজিজুল হাকিম
নিজস্ব প্রতিবেদক

আইসিইউ থেকে কেবিনে আজিজুল হাকিম


আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে অভিনেতা আজিজুল হাকিমকে। মঙ্গলবার সন্ধ্যায় তাকে কেবিনে নেয়া হয়। তবে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে আজিজুল হাকিমকে। অভিনেতার সহধর্মিণী জিনাত হাকিম এ তথ্য জানিয়েছেন। 
জিনাত হাকিম জানান, ওর (আজিজুল হাকিম) সবকিছুই ভালো রেসপন্স করছে। বাকিটা সবার দোয়া ও ভালোবাসা।
উল্লেখ্য, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১২ নভেম্বর থেকে লাইফ সাপোর্টে ছিলেন আজিজুল হাকিম। ১৫ নভেম্বর লাইফ সাপোর্ট খুলে নেওয়া হয়। রাখা হয় আইসিইউতে। গত ১০ নভেম্বর নমুনা পরীক্ষায় আজিজুল হাকিমের সঙ্গে তার স্ত্রী জিনাত হাকিম ও ছেলে মুহাইমিন রেদোয়ান হাকিমেরও পজিটিভ ফল আসে। চিকিৎসকের পরামর্শে তারা বাসায় থেকে চিকিৎসা নিচ্ছিলেন। ১২ নভেম্বর অবস্থার অবনতি হওয়ায় আজিজুল হাকিমকে হাসপাতালে ভর্তি করা হয়।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com