logo
আপডেট : ১৮ নভেম্বর, ২০২০ ১৯:২৭
ইসরায়েলের বিমান হামলায় সিরিয়ায় নিহত ১০
অনলাইন ডেস্ক

ইসরায়েলের বিমান হামলায় সিরিয়ায় নিহত ১০


ইসরায়েলের হামলায় সিরিয়ায় ১০ জনের মৃত্যু হয়েছে। ঘটনার সূত্রে ইসরায়েল জানাচ্ছে, এটি প্রতিশোধমূলক হামলা ছিল। ইসরায়েলের অভিযোগ, মঙ্গলবার গোলান হাইটসে ইসরায়েলের নিয়ন্ত্রিত অংশে তিনটি 'ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস' (আইইডি) বোমা পাওয়া যায়।
ইরানের কুদস ফোর্সের নির্দেশনায় গোলান হাইটসে থাকা সিরিয়ান নাগরিকেরাই এই ডিভাইসগুলো স্থাপন করেছে বলে ইসরায়েলের অভিযোগ। আর তারই প্রতিশোধ নিতে গিয়ে মঙ্গলবার রাতে আকাশ থেকে হামলা চালিয়েছে তারা।
সরকারি বার্তায় সিরিয়া বলছে, ইসরায়েলের হামলায় তাদের তিন সেনা নিহত হয়েছে। তবে 'সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস' বলছে, হামলায় নিহত হয়েছেন মোট ১০ জন। এর মধ্যে পাঁচজন ইরানি হতে পারেন। এছাড়া নিহতদের মধ্যে দু'জন ইরান সমর্থক বিদেশি যোদ্ধাও রয়েছেন বলে জানিয়েছে মানবাধিকার সংস্থাটি।
উল্লেখ্য, ২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার পরে সে দেশে বহুবার এয়ার ও মিসাইল হামলা চালিয়েছে ইসরায়েল। সূত্র : জি নিউজ।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com