logo
আপডেট : ১৯ নভেম্বর, ২০২০ ১৭:৩১
নরসিংদী জেলা আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদককে অব্যাহতি
নিজস্ব প্রতিবেদক

নরসিংদী জেলা আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদককে অব্যাহতি


নরসিংদী জেলা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম হিরু এবং সাধারণ সম্পাদক আব্দুল মতিন ভূঞাকে পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
বৃহস্পতিবার আওয়ামী লীগের কেন্দ্রীয় দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।
একইসঙ্গে নরসিংদী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জিএম তালেবকে ভারপ্রাপ্ত সভাপতি এবং যুগ্ম-সাধারণ সম্পাদক পীরজাদা কাজী আলীকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়েছে।
আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ সংগঠনের গঠনতন্ত্রের বিধি মোতাবেক এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com