logo
আপডেট : ২২ নভেম্বর, ২০২০ ১৯:০৪
নন-ক্যাডার সহকারী সচিব হলেন ১৪ কর্মকর্তা
নিজস্ব প্রতিবেদক

নন-ক্যাডার সহকারী সচিব হলেন ১৪ কর্মকর্তা


১৪ জন প্রশাসনিক কর্মকর্তা (এও) এবং ব্যক্তিগত কর্মকর্তাকে (পিও) নন-ক্যাডার কোটায় সহকারী সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশের ভিত্তিতে এই ১৪ কর্মকর্তাকে সহকারী সচিব (ক্যাডারবহির্ভুত) করা হয়।
রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই পদোন্নতির আদেশ জারি করা হয়েছে। 
পদোন্নতি পাওয়া ব্যক্তিগত কর্মকর্তাদের মধ্যে আরও রয়েছেন- পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের মো. মহিউদ্দিন শামীম, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এ কে এম গোলাম মাওলা, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের মো. মুর্শিদ আলম।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের ব্যক্তিগত কর্মকর্তা মো. মেহেদী হাসান, মুহাম্মদ জাহিদ হোসেন ও খন্দকার মমিনুর রহমানও পদোন্নতি পেয়েছেন।
প্রশাসনিক কর্মকর্তাদের মধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের মো. সুলতান আহমেদ ও মো. বেলায়েত হোসেন ফারুকী, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মো. আমিনুর রহমান, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের মো. সুলতান উদ্দিন, মন্ত্রিপরিষদ বিভাগের মো. আশিকুর রহমান খান, রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের মুহাম্মদ মোয়াজ্জেম হোসেন, পানি সম্পদ মন্ত্রণালয়ের মোরশেদা বেগম, অর্থ বিভাগের জাহিদা খাতুন নন ক্যাডার সহকারী সচিব হিসেবে পদোন্নতি পেয়েছেন।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com