logo
আপডেট : ২৩ নভেম্বর, ২০২০ ১৭:০৫
এই রায়ের ফলে বিচার বিভাগ নিয়ে আশার আলো দেখছি: ইশরাক হোসেন
নিজস্ব প্রতিবেদক

এই রায়ের ফলে বিচার বিভাগ নিয়ে আশার আলো দেখছি: ইশরাক হোসেন


দুর্নীতি দমন কমিশনের (দুদক) কাছে সম্পদের বিবরণী দাখিল না করার অভিযোগের মামলায় খালাস দেয়ায় বিএনপি নেতা ইশরাক হোসেন বলেছেন, এই রায়ের ফলে দেশের বিচার বিভাগ নিয়ে আশার আলো দেখছি।
সোমবার (২৩ নভেম্বর) ঢাকার ৪ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক শেখ নাজমুল আলম এ রায় ঘোষণা করলে আদালতের বাইরে এসে ইশরাক হোসেন এই মন্তব্য করেন।
উল্লেখ্য, ২০০৮ সালের ১ সেপ্টেম্বর ইশরাক হোসেন এবং তাদের ওপর নির্ভরশীল ব্যক্তিদের সম্পদের বিবরণী দুদকে দাখিলের নোটিশ দেয়া হয়। দাখিল না করার অভিযোগে ২০১০ সালের ২৯ আগস্ট রাজধানীর রমনা থানায় তার বিরুদ্ধে মামলা করেন দুদকের তৎকালীন সহকারী পরিচালক সামছুল আলম।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com