logo
আপডেট : ২৪ নভেম্বর, ২০২০ ১১:৩৩
রাজনীতিতে আসছেন শ্রীলেখা!

রাজনীতিতে আসছেন শ্রীলেখা!


টলিপাড়ায় অভিনেতা-অভিনেত্রীদের রাজনীতিতে আসা কোনও ব্যতিক্রম ব্যাপার নয়। এর আগে বর্তমানে হালের অভিনেত্রী নুসরাত, মিমি ও অভিনেতা দেব রাজনীতি এসে তৃণমূল কংগ্রেসের টিকিটে সাংসদও হয়েছেন। এবার সেই পথ ধরেই এগুচ্ছেন শ্রীলেখা মিত্র? সম্প্রতি গুঞ্জন উঠেছে বাম রাজনীতিতে যোগ দিতে যাচ্ছেন টলিগঞ্জের বিউটি কুইন শ্রীলেখা মিত্র। রবিবার পশ্চিমবঙ্গের সিপিএমের পক্ষ থেকে একটি ফ্রি কোচিং ক্লাসের আনুষ্ঠানিক উদ্বোধনে উপস্থিত ছিলেন এই অভিনেত্রী। খবর আনন্দবাজারের।
এর পরই শ্রীলেখা মিত্র জানান, আমি কট্টর বামপন্থী। আজ নয়, বরাবরই। বাম নেতারাও জানেন আমার সমর্থন রয়েছে তাদের প্রতি।
তিনি বলেন, হঠাৎ করে সবুজ বা গেরুয়া রঙে নিজেকে রাঙিয়ে নেওয়া যায়। কিন্তু লাল পতাকাকে সমর্থন করতে গেলে সেটা হঠাৎ করে হয় না। তার জন্য শিক্ষার প্রয়োজন। কারণ, এই একটি রাজনৈতিক দল ভীষণ শিক্ষিত।
তবে বর্তমান রাজনীতিতে বামপন্থীদের অবস্থা বেশ তলানীতে এমন অভিযোগ অস্বীকার করে শ্রীলেখা বলেন, একটু খেয়াল করলেই দেখা যাবে, লাল পতাকা কিন্তু আবার জাগছে। অনেক জায়গায় শ্রমজীবী ক্যান্টিন হয়েছে। করোনাকালে সস্তায় বাজার বসিয়েছে এই দল। রক্তদান শিবিরের আয়োজন করছে।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com