logo
আপডেট : ২৪ নভেম্বর, ২০২০ ১৬:০৬
সন্ধ্যায় নতুন ধর্ম প্রতিমন্ত্রীর শপথ
নিজস্ব প্রতিবেদক


সন্ধ্যায় নতুন ধর্ম প্রতিমন্ত্রীর শপথ

 

নতুন ধর্ম প্রতিমন্ত্রীর শপথ গ্রহণের জন্য প্রস্তুতি চলছে বঙ্গভবনে। শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
মঙ্গলবার সন্ধ্যায় বঙ্গভবনে ধর্ম প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার কথা রয়েছে জামালপুর-২ আসনের সংসদ সদস্য ফরিদুল হক খান দুলালের। এ শপথ পাঠ পর্বের মধ্য দিয়ে নতুন ধর্ম প্রতিমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হবে।
উল্লেখ্য, গত ১৩ জুন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ মৃত্যুবরণ করেন। ফরিদুল হক খান দুলাল ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com