logo
আপডেট : ২৫ নভেম্বর, ২০২০ ১৯:৪৫
পদোন্নতি পেলেন ৮৬ চিকিৎসক
নিজস্ব প্রতিবেদক


পদোন্নতি পেলেন ৮৬ চিকিৎসক


৬ জন চিকিৎসককে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি দেওয়া হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের বিভাগীয় পদোন্নতি কমিটির সুপারিশের ভিত্তিতে এই পদোন্নতি দেওয়া হয়েছে। তালিকায় বিসিএস স্বাস্থ্য ক্যাডার ও স্বাস্থ্য সার্ভিসের ৮৩ জন ক্যাডার এবং ৩ জন নন-ক্যাডার কর্মকর্তা আছেন।
মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সেবা বিভাগ পৃথক দুটি প্রজ্ঞাপনে এ তথ্য জানায়। 
প্রজ্ঞাপনে বলা হয়, ‘স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় অধীন স্বাস্থ্যসেবা বিভাগের বিভাগীয় পদোন্নতি কমিটির সুপারিশের ভিত্তিতে বিসিএস স্বাস্থ্য ক্যাডারে ও স্বাস্থ্য সার্ভিসে কর্মরত বর্ণিত কর্মকর্তাদের জাতীয় বেতন স্কেল ২০১৫ এর ৪র্থ গ্রেডে (৫০,০০০-৭১,২০০) বেতনক্রমে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি প্রদান করা হলো। একইসঙ্গে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাদের পদোন্নতির অব্যবহিত আগের পদে নিয়োগ প্রদান করা হয়েছে।’
এতে আরও বলা হয়, ‘রাষ্ট্রপতির আদেশে জনস্বার্থে জারি করা আদেশের অনুলিপি সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক, পরিচালক, স্বাস্থ্যমন্ত্রী ও সচিবের একান্ত সচিব, বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য), মেডিকেল কলেজগুলোর অধ্যক্ষ ও পরিচালকসহ সংশ্লিষ্ট সবাইকে পাঠানো হয়েছে।’


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com