logo
আপডেট : ২৬ নভেম্বর, ২০২০ ২০:৪৫
৮৮ রানেই গুটিয়ে গেল মুশফিকের ঢাকা
অনলাইন ডেস্ক

৮৮ রানেই গুটিয়ে গেল মুশফিকের ঢাকা


বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে গাজী গ্রুপ চট্টগ্রামের বিপক্ষে মাত্র ৮৮ রানে গুটিয়েছে গেছে মুশফিকুর রহিমের বেক্সিমকো ঢাকা। দলের পক্ষে সর্বোচ্চ ৪০ রান করেন নাঈম শেখ। ম্যাচ জিততে মাত্র ৮৯ রান করলেই হবে চট্টগ্রামকে।
বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই চট্টগ্রামের বোলিং তোপের মুখে পড়ে ঢাকা।
একে একে তানজিদ হাসান তামিম (২), সাব্বির রহমান (০), মুশফিকুর রহিম (০), আকবর আলী (১৫), শাহাদাত হোসেন (২), আবু হায়দার রনি (০) বিদায় নিলে চাপে পড়ে যায় ঢাকা।  
এক প্রান্তে দাঁড়িয়ে থাকা নাঈম শেখ চেষ্টা করলেও ২৩ বলে ৪০ রান করে ফিরে যান। এরপর বাকি ব্যাটসম্যানরা আর সেই ধাক্কা সামাল দিতে পারেননি। শেষ পর্যন্ত ১৬.১ ওভারে ৮৮ রানে অলআউট হয় ঢাকা।
চট্টগ্রামের পক্ষে বল হাতে ২টি করে উইকেট নেন মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, মোসাদ্দেক হোসেন ও তাইজুল ইসলাম। এছাড়া অন্য দুই বোলার সৌম্য সরকার ও নাহিদুল ইসলামের ঝুলিতে যায় ১টি করে উইকেট।  


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com