logo
আপডেট : ২৭ নভেম্বর, ২০২০ ২০:১৩
আমিরাতের ভিসা নিষেধাজ্ঞার পাল্টা ব্যবস্থা নেয়ার দাবি জানাল ইরাকের সাংসদরা
অনলাইন ডেস্ক

আমিরাতের ভিসা নিষেধাজ্ঞার পাল্টা ব্যবস্থা নেয়ার দাবি জানাল ইরাকের সাংসদরা


ইরাকসহ ১৩টি দেশের বিরুদ্ধে সংযুক্ত আরব আমিরাতের ভিসা নিষেধাজ্ঞা আরোপের পাল্টা ব্যবস্থা নিতে বাগদাদ সরকারের কাছে দাবি জানিয়েছেন ইরাকের সংসদ সদস্যরা। আমিরাত সরকার শুধু ইরাকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেনি বরং বেশ কয়েকজন ইরাকি নাগরিককে অজ্ঞাত কারণে আটকও করেছে।
ইরাকের সংসদের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য মুখতার আল-মুসাভি বলেছেন, সংযুক্ত আরব আমিরাতে ইরাকি এসব নাগরিককে কেন আটক করা হয়েছে তার কারণ খুঁজে বের করার চেষ্টা করছে বাগদাদ। তিনি বলেন, ভিসা নিষেধাজ্ঞা আরোপরে সময়ে এসব নাগরিককে আটক করা হয়েছে।
হাসান আলী নামে আরেক সংসদ সদস্য বলেন, ইরাকের বিরুদ্ধে যেভাবে আমিরাত সরকার ব্যবস্থা নিয়েছে বাগদাদকেও একইভাবে পাল্টা ব্যবস্থা নিতে হবে। আমিরাতের নাগরিকদের জন্যও তিনি ভিসা নিষেধাজ্ঞা আরোপের কথা বলেন। আবুধাবি সরকারের সিদ্ধান্তকে অগ্রহণযোগ্য এবং অযৌক্তিক বলে মন্তব্য করেন ইরাকের এ সংসদ সদস্য।
আমির আল-ফাইয়াজ নামে আরেকজন সংসদ সদস্য বলেন, সংযুক্ত আরবব আমিরাতের এই সিদ্ধান্ত ইহুদিবাদী ইসরায়েলের  সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার সাথে সম্পর্কযুক্ত। 
তিনি বলেন, যদিও আমিরাত দাবি করছে যে, করোনাভাইরাসের মহামারী ঠেকাতে এই ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে কিন্তু বাস্তবতা হচ্ছে যেসব দেশ ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠা করতে রাজি নয় তাদের উপরই এই সিদ্ধান্ত চাপিয়ে দেয়া হয়েছে। 


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com