logo
আপডেট : ২ ডিসেম্বর, ২০২০ ১৯:৪৭
১৮তম বিসিএস সমবায় লিমিটেডের
নিজস্ব প্রতিবেদক


১৮তম বিসিএস সমবায় লিমিটেডের


১৮তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের সংগঠন ‘সুহৃদ ১৮ সমবায় সমিতি লিমিটেডের’ নতুন কমিটি গঠন হয়েছে। প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টার একান্ত সচিব (যুগ্মসচিব) জাহিদুল ইসলাম ভূঞাকে সভাপতি ও সড়ক পরিবহন এবং সেতু মন্ত্রীর একান্ত সচিব (যুগ্মসচিব) গৌতম চন্দ্র পালকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি গঠন করা হয়েছে।  
গত ২৮ নভেম্বর সংগঠনের বার্ষিক সাধারণ সভায় সদস্যদের সর্বসম্মতিতে আগামী ৩ বছরের জন্য এই কমিটি গঠন করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন সহসভাপতি শফিউল আরিফ, যুগ্মসম্পাদক আ ন ম বজলুর রশিদ, কোষাধ্যক্ষ সাঈদ কুতুব, দপ্তর ও প্রচার সম্পাদক হামিদুল হক, গবেষণা ও পেশাগত উন্নয়ন সম্পাদক ড, আবু শাহীন মো. আসাদুজ্জামান, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক আতিকুর রহমান। কার্যকরী সদস্যরা হলেন আবু ছালেহ মো. ফেরদৌস খান, জিয়াউল হক, রহিমা বেগম এবং নাফরিজা শ্যামা।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com