logo
আপডেট : ২ ডিসেম্বর, ২০২০ ২১:৪০
নির্বাচনে বিরোধীদল বিজয়ী হলে পদত্যাগ : মাদুরো
অনলাইন ডেস্ক

নির্বাচনে বিরোধীদল বিজয়ী হলে পদত্যাগ : মাদুরো


ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যদি বিরোধীদল বিজয়ী হয় তাহলে তিনি পদত্যাগ করবেন। তিনি বলেন, যদি আমরা বিজয়ী হই তাহলে আমরা সামনে এগিয়ে যাব কিন্তু যদি বিরোধীদল বিজয়ী হয় তাহলে আমি পদত্যাগ করবো। আমার ভাগ্য ভেনিজুয়েলার জনগণের হাতে।
নিকোলাস মাদুরো টেলিভিশন চ্যানেলের মাধ্যমে দেয়া ভাষণে এসব কথা বলেছেন এবং রুশ বার্তাসংস্থা স্পুৎনিক আজ বুধবার তার এ বক্তব্য তুলে ধরেছে। আগামী রবিবার ভেনিজুয়েলায় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ১০৭টি রাজনৈতিক দল ও এসোসিয়েশন এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। যদিও বিরোধী গুরুত্বপূর্ণ নেতা হুয়ান গুয়াইডো নির্বাচন বয়কট করেছেন তবে বহুসংখ্যক বিরোধী শক্তি নির্বাচনে অংশ নিচ্ছে। এমনকি গুয়াইডোর নিজের রাজনৈতিক জোটের বেশকিছ সদস্য এ নির্বাচনে অংশ নেবেন। 
উল্লেখ্য, ২০১৯ সালের জানুয়ারি মাস গুয়াইডো নিজেকে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট ঘোষণা করেছিলেন। তার এ ঘোষণার পেছনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি সমর্থন ছিল। কিন্তু গুয়াইডোর প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা দখলের সে প্রচেষ্টা সফল হয়নি। সূত্র : পার্সটুডে।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com