logo
আপডেট : ৩ ডিসেম্বর, ২০২০ ১২:১২
নতুন সেলফি ফোন আনল ভিভো
অনলাইন ডেস্ক

নতুন সেলফি ফোন আনল ভিভো


সেলফি কেন্দ্রিক নতুন ফোন আনল ভিভো। মডেল ভিভো ভি২০ প্রো। এই ফোনের সেলফি ক্যামেরায় বিশেষ চমক থাকছে। ৫জি কানেকটিভিটি থাকছে।
ডুয়াল সিম (ন্যানো) যুক্ত ফোনটি অ্যানড্রয়েড ১০ ভার্সনের ফান টাচ ওএস ১১ সফটওয়্যার ভিত্তিক। এতে ৬.৪৪ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে দেয়া হয়েছে। কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৬৫৬জি চিপসেটের এই ফোনে পাবেন ৮ জিবি র‌্যাম। ইন্টারনাল মেমোরি ১২৮ জিবি। সিনেমা, ভিডিও এবং বড়সড় অ্যাপ ডাউনলোড করে রাখলেও ফোনটি স্লো হওয়ার কোনও প্রশ্নই উঠছে না।
হ্যান্ডসেটটিতে তিনটি রিয়ার ক্যামেরা থাকছে। প্রাইমারি ক্যামেরাটি ৬৪ মেগাপিক্সেলের। সেকেন্ডারি সেন্সর ও আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যুক্ত বাকি দুটি ক্যামেরা যথাক্রমে ৮ ও ২ এমপির। দূরের ছবিও উঠবে বেশ স্পষ্ট। সেলফি ক্যামেরাতেও রয়েছে চমক। ফোনটিতে সেলফি তোলার জন্য দুইটি সেলফি ক্যামেরা দেয়া হয়েছে। ৪৪ ও ৮ এমপি বিশিষ্ট সেই ফোনে সেলফি তোলার মজাই আলাদা। ৩৩ ওয়াটের ফ্ল্যাশ চার্জের মাধ্যমে ৪০০০ মিলিঅ্যাম্পিয়ার বিশিষ্ট ব্যাটারিও দ্রুত চার্জ হয়ে যায়। ফোনটির দাম প্রায় ৪১ হাজার টাকা।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com