logo
আপডেট : ৭ ডিসেম্বর, ২০২০ ১৫:২৬
পিরামিডের গোপন রহস্য জানার চেষ্টা করেছিলেন নিউটন
অনলাইন ডেস্ক

পিরামিডের গোপন রহস্য জানার চেষ্টা করেছিলেন নিউটন


ব্রিটিশ গণিতবিদ স্যার আইজ্যাক নিউটন ক্লাসিকাল পদার্থবিদ্যার ভিত্তি প্রতিষ্ঠা করেছিলেন। গতি তত্ত্ব, মাধ্যাকর্ষণ নিয়েও তিনি কাজ করেছেন। আলকেমি ও ধর্মতত্ত্বের অস্পষ্ট বিষয় নিয়েও তার গোপন আগ্রহ ছিল। যা নিউটনের মৃত্যুর ২০০ বছর পর সবাই জানতে পারে।
নিউটনের অপ্রকাশিত নোটের মাধ্যমে জানা গেছে, তিনি বাইবেলের লুকানো অর্থের মানে উদ্ধারের চেষ্টা করেছেন। মিশরের পিরামিড নিয়েও আগ্রহ ছিল নিউটনের। তার লেখা তিন পৃষ্ঠার সেই এলোমেলো নোটে তার প্রমাণ মিলেছে। নিউটনের বিশ্বাস ছিল পিরামিডের মধ্যে গভীর রহস্য লুকানো আছে।
তবে নিউটনের হাতের লেখা সেই নোটের কিছু অংশ পুড়ে যায় তার পোষা কুকুর ডায়মন্ডের কারণে।
সূত্র: গার্ডিয়ান


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com