নিরাপদ সড়কের দাবিতে রাজধানীর উত্তরায় মানববন্ধন করেছেন অভিভাবক ও শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের নয় দফা দ্রুত বাস্তবায়নের দাবিতে জানানো হয় এই মানববন্ধনে।
শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উত্তরার হাউজ বিল্ডিং এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনের পর শিক্ষার্থীরা রাস্তায় নেমে চলমান গাড়ি থামিয়ে চালকদের লাইসেন্স দেখতে চান। এসময় উত্তরা থেকে বিমানবন্দর হয়ে কুড়িল পর্যন্ত যান চলাচল বন্ধ হয়ে যায় এবং উত্তরার দিকে ছুটে যাওয়া গাড়িগুলোও বন্ধ হয়ে যায়। ফলে ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।
ঢাকা ট্রাফিক উত্তরের এডিসি রহিমা আফরোজ লাকী মানববন্ধনের বিষয়টি নিশ্চিত করে বলেন, মানববন্ধন চলাকালে বিমানবন্দর সড়কে কয়েকটি পয়েন্টে যান চলাচল বন্ধ ছিল। তবে তারা মানববন্ধন শেষ করার পর আমরা তাদের বুঝিয়ে সড়ক থেকে তুলে দিয়েছি।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘আমাদের দাবি সরকার মেনে নিয়েছে ঠিক, কিন্তু সেগুলো দ্রুত বাস্তবায়ন করতে হবে। পাশাপাশি কার্যকরী পদক্ষেপ গ্রহণ ও প্রজ্ঞাপন জারি করতে হবে। কারণ এর আগেও ছাত্রদের বিভিন্ন দাবি সরকার মেনে নিয়েছিল। কিন্তু সেগেুলো আর বাস্তবায়ন করেনি। আমরা আমাদের দাবিগুলোর বাস্তবায়ন চাই।’
‘আমরা সড়কে আর কোনো ভাই-বোনের লাশ দেখতে চাই না। আমরা যেসব দাবি দিয়েছি সেগুলো দ্রুত বাস্তবায়ন করুন।’
এসময় শিক্ষার্থীদের ওপর মিরপুরে হামলার প্রতিবাদ করেন তারা। হামলাকারী পুলিশ ও ছাত্রলীগের কর্মীদের বিচার দাবি করেন বক্তারা।