logo
আপডেট : ৭ ডিসেম্বর, ২০২০ ২০:১১
সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন নাসিমপুত্র জয়
নিজস্ব প্রতিবেদক

সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন নাসিমপুত্র জয়


প্রয়াত মোহাম্মদ নাসিমের সংসদীয় আসন সিরাজগঞ্জ-১ থেকে নবনির্বাচিত তানভীর শাকিল জয় সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন। মোহাম্মদ নাসিমের মৃত্যুতে এই আসনের উপ নির্বাচনে তার ছেলে জয়কে মনোনয়ন দেওয়া হয়।
সোমবার জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী নবনির্বাচিত সংসদ সদস্য তানভীর শাকিল জয়কে শপথ বাক্য পাঠ করান। জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে এ শপথ অনুষ্ঠিত হয়। সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান শপথ গ্রহণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
এসময় জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী ও হুইপ ইকবালুর রহিম উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ১৩ জুন সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নাসিম মারা যান। গত ১২ নভেম্বর এ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com