logo
আপডেট : ৯ ডিসেম্বর, ২০২০ ১৫:০৭
বিশ্বের ৩৯তম ক্ষমতাধর নারী শেখ হাসিনা
নিজস্ব প্রতিবেদক


বিশ্বের ৩৯তম ক্ষমতাধর নারী শেখ হাসিনা


বিশ্বের ১০০ ক্ষমতাধর নারীর তালিকা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক সাময়িকী ফোর্বস। এই তালিকায় ৩৯তম অবস্থানে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ বছর ক্ষমতাধর ১০০ নারীর প্রথমস্থানে রয়েছেন জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল। তিনি এই নিয়ে টানা দশবার এই অবস্থান অর্জন করলেন।
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিস প্রথমবার এ তালিকায় প্রবেশ করেছেন। তবে প্রথমেই তিনি তালিকার তৃতীয় স্থান দখল করে নিয়েছেন। এছাড়া ধনকুবের ও সমাজসেবী বিল গেটস পত্নী মেলিন্ডা গেটস রয়েছেন পঞ্চম স্থানে।
যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট নেত্রী, হাউস স্পিকার ন্যান্সি পেলোসি রয়েছেন সপ্তম স্থানে।
কমালাসহ চলতি বছরের এই তালিকায় মোট ১৭ নতুন মুখ রয়েছেন।
উল্লেখ্য, এই সাময়িকীর গত বছরের করা তালিকায় প্রধানমন্ত্রী শেখ ছিলেন ২৯তম অবস্থানে।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com