logo
আপডেট : ৯ ডিসেম্বর, ২০২০ ১৫:২৩
ফিলিস্তিন আরবের মূল ইস্যু: সৌদি আরব
অনলাইন ডেস্ক

ফিলিস্তিন আরবের মূল ইস্যু: সৌদি আরব


ফিলিস্তিন ইস্যুতে পুনরায় পাশে থাকার কথা জানিয়ে এটিকে আরব দেশগুলোর প্রধান ইস্যু বলে আখ্যায়িত করেছে সৌদির মন্ত্রিপরিষদ। গতকাল মঙ্গলবার (৮ ডিসেম্বর) অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের এক সভায় বলা হয়, সৌদির প্রতিষ্ঠাতা বাদশাহ আবদুল আজিজের সময় থেকে ফিলিস্তিন ইস্যু রক্ষায় দেশটি কখনো পিছু হটেনি। 
সৌদির বাদশাহ সালমান বিন আবদুল আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের ভার্চুয়াল সভায় বলা হয়, ‘ফিলিস্তিন ইস্যু এখনও সৌদি পররাষ্ট্রনীতির প্রধান ইস্যু হিসেবে বিদ্যমান। এছাড়া ২০০২ সালে সৌদির প্রস্তাবিত আরব শান্তি উদ্যোগের আলোকে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সৌদি প্রতিশ্রুতিবদ্ধ।’
এদিকে সৌদির গণমাধ্যম বিষয়ক ভারপ্রাপ্ত মন্ত্রী ড. মাজিদ আল কাসাবি জানান, ফিলিস্তিনের ভূমি দখল করে ইসরায়েলের নতুন বসতি স্থাপন বন্ধ করতে জোরালো আহ্বান জানিয়েছে মন্ত্রিপরিষদ। এটি আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং টেকশই শান্তি প্রতিষ্ঠার প্রধান অন্তরায়।’
সূত্র : সৌদি গেজেট


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com