logo
আপডেট : ৯ ডিসেম্বর, ২০২০ ১৫:৩৫
করোনায় লণ্ডভণ্ড যুক্তরাষ্ট্র, ভ্যাকসিন নিশ্চিতে ডিক্রিতে সই ট্রাম্পের
অনলাইন ডেস্ক


করোনায় লণ্ডভণ্ড যুক্তরাষ্ট্র, ভ্যাকসিন নিশ্চিতে ডিক্রিতে সই ট্রাম্পের


বিশ্বজুড়ে তাণ্ডব চালাচ্ছে করোনাভাইরাস। প্রাণঘাতি এই ভাইরাসের হানায় তবে সবচেয়ে ভয়াবহ অবস্থা যুক্তরাষ্ট্রে। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এমন পরিস্থিতিতে মার্কিনিদের জন্য দ্রুত ভ্যাকসিন নিশ্চিতে একটি আদেশে সই করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ওয়াশিংটন ডিসিতে এক সম্মেলনে এই আদেশে সই করেন তিনি।
ট্রাম্প বলেন, এই নির্বাহী আদেশ মার্কিনিদের ভ্যাকসিন প্রাপ্তি নিশ্চিত করবে। যদিও কীভাবে তা এখনও অস্পষ্ট বলে জানিয়েছে মার্কিন গনমাধ্যমগুলো।
উল্লেখ্য, ভ্যাকসিনের পাওয়ার ক্ষেত্রে কোন পদক্ষেপ না নেয়ায় সমালোচনার ‍মুখে রয়েছেন ট্রাম্প। দেশটির ওষুধ কোম্পানিগুলো এরইমধ্যে অন্য দেশগুলোর সঙ্গে চুক্তি করেছে। এই অবস্থায় নতুন এই ডিক্রিতে সই করলেন ট্রাম্প।  


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com