logo
আপডেট : ৯ ডিসেম্বর, ২০২০ ২০:২৬
টি-টোয়েন্টি কাপে আর খেলা হচ্ছে না রাহির
অনলাইন ডেস্ক

টি-টোয়েন্টি কাপে আর খেলা হচ্ছে না রাহির


ইনজুরিতে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ শেষ আবু জায়েদ রাহির। বুধবার সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশালের ফিজিও জয় বিশ্বাস। তিনি জানিয়েছেন রাহির পুরো ফিট হয়ে মাঠে ফিরতে কমপক্ষে ১৫ দিন সময় লাগবে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেছেন, বরিশালের ফিজিও আমাকে জানিয়েছেন রাহি ‘গ্রেড ওয়ান’ ইনজুরিতে পড়েছে। এ ধরনের চোট সারতে কমপক্ষে সপ্তাহখানেক সময় লাগে।
মঙ্গলবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রাজশাহীর বিপক্ষে ইনিংসের ৯ম ওভারে বোলিংয়ে রানআপের সময় রগে টান লাগায় দৌড় থামিয়ে বাম পায়ের হাঁটু চেপে ধরেন রাহি।
এরপরই মাটিতে লুটিয়ে পড়েন বরিশালের এই পেসার। দলের ফিজিও এসে কিছুক্ষণ তাকে মাঠে শুশ্রূষা দেন। তাতেও কাজ হয়নি। হাঁটতে না পারায় রাহিকে স্ট্রেচারে করে ড্রেসিংরুমে নিয়ে যাওয়া হয়।
রাহির ইনজুরির ম্যাচটি রেকর্ডময় করে তুলেন নাজমুল হোসেন শান্ত, কামরুল ইসলাম রাব্বি ও পারভেজ হোসেন ইমন। টুর্নামেন্টের প্রথম সেঞ্চুরি করেন শান্ত।  
রাজশাহীর এই তারকা ব্যাটসম্যানের শতরানের মাইলফলকের ম্যাচে হ্যাটট্রিক করেছেন বরিশালের কামরুল ইসলাম রাব্বি। রাজশাহীর করা রেকর্ড ২২০ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে ইমনের ৪২ বলে গড়া রেকর্ড সেঞ্চুরিতে রানের পাহাড় ডিঙিয়ে ৮ উইকেটের বিশাল জয় পায় বরিশাল।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com