logo
আপডেট : ১০ ডিসেম্বর, ২০২০ ১১:৩৬
ভ্যাকসিন আবিষ্কার বিপর্যয়ে ঠেলে দিতে পারে বিশ্ব অর্থনীতিকে : স্যাক্সো ব্যাংক
অনলাইন ডেস্ক

ভ্যাকসিন আবিষ্কার বিপর্যয়ে ঠেলে দিতে পারে বিশ্ব অর্থনীতিকে : স্যাক্সো ব্যাংক


করোনার টিকা নিয়ে বিশ্ব অর্থনীতির বিপর্যয়ের আশঙ্কা প্রকাশ করেছে ডেনমার্কের স্যাক্সো ব্যাংক। অবিশ্বাস্য কিছু পূর্বাভাস দিয়ে ব্যাংকটি জানায়, করপোরেট করের স্বর্গরাজ্য তৈরি করতে সাইপ্রাসকে কিনে নিতে পারে অ্যামাজান। আর এতে বিপর্যয়ে পড়তে পারে সারাবিশ্বের কর্মসংস্থান ব্যবস্থা। আবার কোভিড-১৯ ভ্যাকসিনের আবিষ্কার বিপর্যয়ের দিকে ঠেলে দিতে পারে বিশ্ব অর্থনীতিকে। খবর দ্য ডেইলি মেইলের।
স্যাক্সো ব্যাংকের চাঞ্চল্যকর গবেষণা আরও জানায়, বিশ্ব অর্থনীতি করোনা সংকট খুব সহজেই মোকাবিলা করতে পারবে না। সারাবিশ্বের অনেক দেশে মাথাপিছু আয় কমবে। বড় বড় শহরগুলোতে কর্মসংস্থান কমবে, বাড়বে প্রযুক্তির ব্যবহার। করোনার ভ্যাকসিনও অর্থনীতিতে খুব বেশি সুফল বয়ে আনবে না। কারণ, বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলো এখন মহামারি মোকাবিলায় নোট ছাপাতে ব্যস্ত। সুদের হার চলে যাবে শূন্যের কোটায়। ভ্যাক্সিনের আবিষ্কার বাড়াবে মূল্যস্ফীতি। বাড়বে কেন্দ্রীয় ব্যাংকগুলোর ঋণ।
এর আগে, গেল বছর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটদের জয়, ২০২০ সালে ডলারের পতন সংক্রান্ত বেশ কিছু বিষয় নিয়ে পূর্বাভাস দিয়েছিলো স্যাক্সো ব্যাংক। পরবর্তীতে যেগুলোর সত্যতা পাওয়া গেছে। এবার মোট ১০টি পূর্বাভাসের মধ্যে আরও আছে, ২০২১ সালে চীন তৈরি করতে পারে ডিজিটাল ইউয়ান। প্রযুক্তির ব্যবহার আর শিক্ষা ব্যবস্থার উন্নয়নের জন্য উন্নয়নশীল দেশগুলোর জন্য ২০২১ সাল হবে একটি টার্নিং পয়েন্ট।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com