logo
আপডেট : ১০ ডিসেম্বর, ২০২০ ১৭:১৬
করোনায় এনডিপি’র সাবেক মহাসচিবের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক

করোনায় এনডিপি’র সাবেক মহাসচিবের মৃত্যু


করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি- এনডিপি’র সাবেক মহাসচিব আলিনুর রহমান খান সাজু মারা গেছেন।
আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ঢাকার বাড্ডায় অবস্থিত একটি বেসরকারি মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহতের ভাতিজা কামরুজ্জামান খান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বাংলাদেশ প্রতিদিনকে জানান, গত ছয় দিন আগে জ্বরে আক্রান্ত হলে তাকে রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত আনোয়ার খান মডার্ন হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার করোনা শনাক্ত হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে মধ্য বাড্ডা এলাকার এএম জেড হসপিটালে ভর্তি করা হয়। পরে আজ সকাল ১১টায় লাইফ সাপোর্টে তার মৃত্যু হয়।
ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি- এনডিপি’র মহাসচিব আলিনুর রহমান খান সাভার উপজেলার শিমুলিয়া ইউনিয়নের মৃত মৌলবী আব্দুল বারী খানের ছেলে।
উল্লেখ্য, সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্য মতে এ পর্যন্ত সাভারে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৫ জন। আক্রান্তের সংখ্যা ১ হাজার ৬০৪। আর এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ হাজার ৪৫০ জন।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com