logo
আপডেট : ১১ ডিসেম্বর, ২০২০ ১৬:৪৬
চীন-পাকিস্তানে মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে বাংলাদেশে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক

চীন-পাকিস্তানে মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে বাংলাদেশে মানববন্ধন


চীন ও পাকিস্তানে মানবাধিকার লঙ্ঘনের বাংলাদেশে প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে এসব এসব কর্মসূচির আয়োজন করে বিভিন্ন এনজিও ও মানবাধিকার সংগঠন।
পাকিস্তানের সিন্ধু ও বেলুচিস্তানে এবং চীনের জিনজিয়াং প্রদেশে উইঘুর মুসলিমদের ওপর নির্যাতনের প্রতিবাদে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে মানবন্ধন করে ‘বাংলাদেশ সোশ্যালিস্ট অ্যাক্টিভিস্ট’স ফোরাম।
এছাড়া মানবাধিকার সংগঠন ‘মাদার জিন্নাত ফাউন্ডেশন’ এর আয়োজনে রাজধানীর শাহবাগ মোড়েও একই ইস্যুতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। এতে নেতৃত্ব দেন তৌফিক আহমেদ তাফসির।
এদিকে, একই ইস্যুতে সিলেটেও মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে। জেলার কোর্ট পয়েন্ট চত্বরে এই কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ মানবাধিকার সংরক্ষণ পরিষদ।
এসব মানববন্ধনে চীন ও পাকিস্তানে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা বন্ধের বিভিন্ন ব্যানার ও ফেস্টুন দেখা যায়।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com