logo
আপডেট : ১২ ডিসেম্বর, ২০২০ ১৯:০২
স্মৃতিসৌধ এলাকায় রবিবার থেকে সর্বসাধারণের প্রবেশ নিষেধ
নিজস্ব প্রতিবেদক

স্মৃতিসৌধ এলাকায় রবিবার থেকে সর্বসাধারণের প্রবেশ নিষেধ


আগামীকাল রবিবার থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধ এলাকায় সর্বসাধারণের প্রবেশ নিষেধ ঘোষণা করা হয়েছে। আজ শনিবার এক তথ্য বিবরণীতে একথা বলা হয়।
তথ্য বিবরণীতে বলা হয়, মহান বিজয় দিবস ২০২০ উদযাপন উপলক্ষ্যে সাভার জাতীয় স্মৃতিসৌধ এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য ১৩ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধ এলাকার অভ্যন্তরে সর্বসাধারণের প্রবেশ বন্ধ থাকবে।
এ ছাড়া ১৬ ডিসেম্বর প্রত্যূষে আমন্ত্রিত অতিথিবৃন্দ স্মৃতিসৌধ ত্যাগ না করা পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশ বন্ধ থাকবে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ বিষয়ে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com