logo
আপডেট : ১৫ ডিসেম্বর, ২০২০ ১৮:৫১
পদ্মা সেতুর টোল এখনও চূড়ান্ত হয়নি
নিজস্ব প্রতিবেদক

পদ্মা সেতুর টোল এখনও চূড়ান্ত হয়নি


পদ্মা সেতুর টোল এখনও চ‍ূড়ান্ত হয়নি বলে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীর দপ্তর থেকে আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সেতু বিভাগের তথ্য কর্মকর্তা শেখ ওয়ালিদ ফয়েজের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি বিভিন্ন সামাজিক মাধ্যমে পদ্মা বহুমুখী সেতুর টোল হার নিয়ে যে অপপ্রচার চলছে তা সেতু বিভাগের দৃষ্টি আকর্ষণ করেছে। টোলের হার নির্ধারণের বিষয়টি অপপ্রচার এবং গুজব।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পদ্মা বহুমুখী সেতুর টোল হার এখনও চূড়ান্ত হয়নি। তবে টোলের হার নির্ধারণের লক্ষ্যে একটি কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটির সুপারিশের ভিত্তিতে পরবর্তীতে টোল হার নির্ধারণে পদক্ষেপ নেওয়া হবে। টোলের হার নির্ধারিত হলে জনগণকে অবহিত করা হবে। এ ধরণের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য জনগণকে আহবান জানিয়েছে সেতু বিভাগ। 


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com