logo
আপডেট : ১৭ ডিসেম্বর, ২০২০ ০০:০০
নৌকাডুবির ৩ দিন পর এসিআই কর্মকর্তার লাশ উদ্ধার
অনলাইন ডেস্ক

নৌকাডুবির ৩ দিন পর এসিআই কর্মকর্তার লাশ উদ্ধার

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার মেঘনা নদী থেকে রবি তালুকদার (৪৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। তিনি এসিআই কোম্পানির কর্মকর্তা ছিলেন। আজ বৃহস্পতিবার বিকেলে চর আবদুল্লাহ এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

এর আগে গত সোমবার মেঘনা নদীর আসলপাড়া এলাকায় পর্যটকবাহী নৌকা ডুবে তিনি নিখোঁজ হন। তাঁর বাড়ি চট্রগ্রামের রাউজানে। তিনি এসিআই কোম্পানির কুমিল্লা অঞ্চলের জোনাল ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। গত মঙ্গলবার তাঁকে উদ্ধারের জন্য ফায়ার সার্ভিস, ডুবুরি দল ও পুলিশ নদীতে যৌথ অভিযান চালায়।

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, গত সোমবার দুপুরে রামগতি উপজেলার আলেকজান্ডার বেড়িবাঁধ থেকে রবি তালুকদারের নেতৃত্বে এসিআই কোম্পানির আরও আটজন নৌকায় করে ঘুরতে চর আবদুল্লাহর দিকে যাচ্ছিলেন। হঠাৎ নদীর জোয়ারের পানিতে ডুবে যায় তাঁদের নৌকাটি।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com