logo
আপডেট : ১৭ ডিসেম্বর, ২০২০ ১৭:০০
পর্দার আড়ালে অনেক কিছু হয় বলে মেসি-রোনালদো সেরা তিনে
অনলাইন ডেস্ক

পর্দার আড়ালে অনেক কিছু হয় বলে মেসি-রোনালদো সেরা তিনে

দেড় দশক ধরে ফুটবলে রাজত্ব করছেন দুজন। লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়া কোনো পুরস্কারের কথা ভাবাই যায়নি। শেষ পর্যন্ত যিনিই জিতুন না কেন, সেরা তিনে এ দুজন ছিলেন। মাঝেমধ্যে একজন বাদ পড়লেও অন্যজন ঠিকই নিজের অবস্থান ধরে রেখেছেন।

২০২০ সালের ফিফা দ্য বেস্টের পুরস্কারের সেরা তিনেও আছেন মেসি-রোনালদো এবং এই প্রথমবারের মতো এ দুজনের জায়গা পাওয়া প্রশ্ন তুলে দিয়েছে অনেকের মধ্যে। প্রজন্মের সেরা দুই ফুটবলার হতে পারেন, কিন্তু ২০২০ সালটা যে ভালো যায়নি কারও। মেসি তো বহু বছর পর শিরোপাহীন এক বছর কাটিয়েছেন, ওদিকে রোনালদো জিতেছেন কেবল সিরি ‘আ’ শিরোপা। যেটা রোনালদো যোগ দেওয়ার অর্ধযুগ আগ থেকে জুভেন্টাসেরই সম্পত্তি। দিমিতার বারবাতভের চোখে ফুটবল একটা ব্যবসায় পরিণত হওয়াই এ দুজনকে বছরের সেরা তিনে জায়গা করে দিয়েছে।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com