কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন তার পরিবারের সদস্যরা। শুক্রবার (৩ আগস্ট) বিকাল সাড়ে ৪টায় নাজিম উদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে দেখা করতে যান তারা। বিকাল সাড়ে ৫টার দিকে পরিবারের সদস্যরা কারাগার থেকে বের হয়েছেন বলে জানা গেছে।
খালেদা জিয়ার একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার বলেন,‘ বিকালে কারাগারে খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে গেছেন তার বড় বোন সেলিমা রহমান ও ভাগ্নে ডা. মামুন আহমেদ।’
প্রসঙ্গত, গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছর কারাদণ্ডাদেশ দেন বিচারিক আদালত। রায় ঘোষণার পরপরই তাকে নাজিম উদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। তিনি এখন সেখানেই আছেন।