logo
আপডেট : ১৮ ডিসেম্বর, ২০২০ ১৪:৫৫
দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, অষ্টম শ্রেণির ছাত্র আটক
অনলাইন ডেস্ক

দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, অষ্টম শ্রেণির ছাত্র আটক

খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার গোরখানায় একটি মাদ্রাসার দ্বিতীয় শ্রেণীর এক ছাত্রী (৮) ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় একই প্রতিষ্ঠানের অষ্টম শ্রেণির এক ছাত্র (১৫) ওই ছাত্রীকে ধর্ষণ করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

 

 

 

 

জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় একই প্রতিষ্ঠানের অষ্টম শ্রেণির ছাত্রের দ্বারা ধর্ষণের শিকার হন দ্বিতীয় শ্রেণীর এক ছাত্রী। ধর্ষণ করে ওই ছাত্র দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ সময় শিশু কন্যার আত্ম-চিৎকারে লোকজন এগিয়ে এসে পুলিশকে খবর দিলে পুলিশ অভিযুক্তকে আটক করতে সক্ষম হয়।

 

 

 

মানিকছড়ি থানার অফিসার ইনচার্জ আমির হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন, পুলিশ ঘটনাস্থল থেকে ধর্ষণের শিকার ঐ ছাত্রীকে উদ্ধার করে মানিকছড়ি হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রথমে তাকে প্রাথমিক চেক-আপ করা হয়। পরে ধর্ষণের আলামত দেখে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে পুলিশ হেফাজতে রাখা হয়।

 

 

 

ঘটনার পর বৃহস্পতিবার রাতেই শিশু কন্যার পিতা বাদী হয়ে মানিকছড়ি থানায় মামলা দায়ের করেছেন।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com