logo
আপডেট : ১৮ ডিসেম্বর, ২০২০ ১৫:০৫
একসঙ্গে চিরনিদ্রায় শিক্ষক দম্পতি
অনলাইন ডেস্ক

একসঙ্গে চিরনিদ্রায় শিক্ষক দম্পতি

বেশ কিছু দিন ধরেই হ্যারিস মেথডিস্ট হাসপাতালের ভেন্টিলেশনে ভর্তি ছিলেন পল ব্ল্যাকওয়েল (৬২) এবং তার স্ত্রী রোজ়মেরি (৬৫)। শেষ দু’সপ্তাহ ছিলেন আইসিইউতে। রবিবার করোনার আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এই দম্পতির। ফলে শেষ হল ৩০ বছরের দাম্পত্য। শেষ সময়ে দম্পতির হাতে হাত রাখলেন সন্তানেরা।

 

 

 

 

পেশায় তারা দুজনেই শিক্ষক। টেক্সাসের গ্র্যান্ড প্রেরি অঞ্চলের সদর দফতর গ্র্যান্ড প্রেরি ইন্ডিপেন্ডেন্ট স্কুল ডিস্ট্রিক্টে পড়াতেন। রোজ়মেরি ২০ বছর ধরে ট্রাভিস ওয়ার্ল্ড ল্যাঙ্গোয়েজ অ্যাকাডেমির শিক্ষিকা ছিলেন। পল ফ্যানিন মিডস ছিলেন স্কুলের শারীরশিক্ষা ও ফুটবলের প্রশিক্ষক।

পল ও রোজ়মেরির ছেলে শন গণমাধ্যমকে জানিয়েছেন, ডিসেম্বরে অসুস্থ হওয়ার আগে পর্যন্ত শিক্ষকতা করেছেন তার বাবা-মা। অসুস্থ হওয়ার কিছু দিনের মধ্যেই চিকিৎসকেরা জানিয়েছিলেন, অবস্থা আশঙ্কাজনক। লাইফ সাপোর্টে রাখা হয় তাদের। তবে চিকিৎসকেরা হাল ছেড়ে দেওয়ার পরেই শন ও তার ভাই ঠিক করেন, বাঁচানো সম্ভব না-হলে শেষ সময়টুকু অন্তত তাদের বাবা-মা যাতে একসঙ্গে থাকতে পারেন।

 

 

 

ভেন্টিলেটর থেকে বাবা-মাকে বের করার আগে পল ও রোজ়মেরির হাত এক করা হয়। তাদের হাতে হাত রাখেন শন ও তার ভাইও। সিএনএন।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com