logo
আপডেট : ১৮ ডিসেম্বর, ২০২০ ১৬:২৫
বঙ্গবন্ধু টি-২০ কাপ: শিরোপার লড়াইয়ে মাঠে নামছে খুলনা-চট্টগ্রাম
অনলাইন ডেস্ক

বঙ্গবন্ধু টি-২০ কাপ: শিরোপার লড়াইয়ে মাঠে নামছে খুলনা-চট্টগ্রাম

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ফাইনালে আজ গাজী গ্রুপ চট্টগ্রামের মুখোমুখি হচ্ছে জেমকন খুলনা। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকাল সাড়ে ৪টায়।

কোয়ালিফায়ারে চট্টগ্রামকে হারিয়েই ফাইনালে জায়গা করে নিয়েছিল মাহমুদউল্লাহ রিয়াদের দল খুলনা। সে ম্যাচে মাশরাফি বিন মুর্ত্জা চার ওভারে ৩৫ রানে পাঁচ উইকেট নিয়েছিলেন।

প্রথম কোয়ালিফায়ারে হারলেও টুর্নামেন্টে টিকে ছিল চট্টগ্রাম। দ্বিতীয় কোয়ালিফায়ারে বেক্সিমকো ঢাকাকে সাত উইকেটে হারিয়ে ফাইনালে ওঠে মোহাম্মদ মিঠুনের চট্টগ্রাম।

টুর্নামেন্টের সবচেয়ে ধারাবাহিক দল হলো গাজী গ্রুপ চট্টগ্রাম। লিগ পর্বে দাপট দেখিয়ে ৮ ম্যাচের ৭টিতে জয় পেয়ে শীর্ষ দল হিসেবেই প্লে-অফে উঠে তারা।

অন্যদিকে তারকাবহুল জেমকন খুলনার লিগ পর্বটা ভালো-খারাপ মিলিয়ে কেটেছে। ৮ ম্যাচের ৪টিতে জিতে দ্বিতীয় স্থানে থেকে লিগ পর্ব শেষ করে দলটি। 

খুলনাকে ফাইনালে তুলতে অবদান ছিল বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানেরও। তবে ফাইনালে সাকিবের অভাব অনুভব করবে খুলনা।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com