বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটি ২০২১/২২ সন মেয়াদকালীন, মোঃ দেলোয়ার হোসেনকে সভাপতি এবং রাশেদুল হককে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করে ২৬ সদস্য বিশিষ্ট ঢাকা মহানগর পুর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে। গতকাল ১৮ ডিসেম্বর, শুক্রবার সকাল সাড়ে ১১টায়, উত্তরার বিএনএস টাওয়ার সংলগ্ন, ‘‘রেড চিকেন চাইনিজ রেষ্টুরেন্ট” এর সম্মুখে আয়োজিত এক ঘরোয়া এবং জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে, প্রধান অতিথি এবং সভাপতির আসন অলঙ্কৃত করেন ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি এম আকতারুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শেখ মাহমুদ এ রিয়াত এবং সাংগঠনিক সম্পাদক এম শাহাদৎ হোসেন আরিফ। নবগঠিত ঢাকা মহানগর কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক, হাফেজ আবুল বাশার কর্তৃক পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে, অনুষ্ঠানের মূলপর্ব অর্থাৎ বিজয় দিবস উপলক্ষে আলোচনা শুরু করা হয়। অনুষ্ঠানের শুরুতেই ঢাকা মহানগর কমিটির নবনির্বাচিত সভাপতি মোঃ দেলায়ার হোসেন অনুষ্ঠানে আগত সকলের উদ্দেশ্যে, তাঁর শুভেচ্ছা ও স্বাগত বক্তব্যে, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধুর স্মৃতিচারণ করে বলেন,“বঙ্গবন্ধুর জন্ম না হলে এদেশ কখনোই স্বাধীন হতো না, তাঁর আদর্শকে হৃদয়ে ধারণ করে আমরা বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন সামনে এগিয়ে যাবো।” ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সকল বীর শহীদ এবং ১৫ আগষ্ট জাতির জনক ও তাঁর পরিবারের সদস্যসহ,শাহাদৎ বরণকারী সকলের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করার পাশাপাশি, ঘাতকদের প্রতি তীব্র ঘৃণা ও ক্ষোভ প্রকাশ করেন তিনি। ফাউন্ডেশনের সকল সদস্যের জীবনমান উন্নয়ন, নিরাপত্তা নিশ্চিত বিধান করা ছাড়াও, চিকিৎসা সেবায় সহায়তা করার আশ্বাস দিয়ে তাঁদের পাশে থাকার কথা ব্যক্ত করেন তিনি। তিনি “অন্যায়কে রুখো এবং ন্যায়কে প্রতিষ্ঠিত করো” এই মূলনীতিকে অগ্রগণ্য করে নবগঠিত কমিটির সফলতা কামনা করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে শেখ মাহমুদ এ রিয়াত, বিজয়ের মাস ডিসেম্বরে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সকল বীর শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সকল সদস্যের জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করেন। তিনি বলেন, “স্বাধীনতার ৪৯ বছর পরেও সাংবাদিক তথা গণমাধ্যম কর্মীদের পেশাগত মর্যাদা, সামাজিক নিরাপত্তা আজও আশানুরূপভাবে অর্জিত হয়নি। বঙ্গবন্ধুর আদর্শকে বাস্তবায়ন করে, তাঁর স্বপ্নকে পরিপূর্ণ করার জন্য আজ আমাদের আত্ম-সমালোচনা করার প্রয়োজন আছে।” বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশনটি অন্যান্য সংগঠনের ন্যায় গতানুগতিক কোনও সংগঠন হবেনা বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। এছাড়াও সংগঠনের সকলের প্রতি অন্যায় থেকে দূরে থেকে, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে যাওয়ার উদাত্ত্ব আহ্বান জানান তিনি। প্রধান অতিথি এম আকতারুজ্জামান তাঁর বক্তব্যে বলেন,“ মুজিব শতবর্ষে আমরা জাতি হিসেবে অত্যন্ত গর্ববোধ করছি। গভীর শ্রদ্ধায় স্মরণ করছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। তাঁর অবদান অস্বীকার করা আর বাংলাদেশকে অস্বীকার করা একই কথা। আমরা সবসময় মাদক ব্যবসায়ী, চোরাকারবারীদের এক নম্বর শত্রু হতে চাই, তাদের সাথে কোনও সখ্যতা রাখা যাবেনা। যেখানেই অন্যায়, সেখানেই আমাদের কলমের মাধ্যমে প্রতিবাদ জানাতে হবে।” পেশাগত দক্ষতা উন্নয়নে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশিক্ষণের প্রয়োজনীয়তা উল্লেখ করে বলেন, “প্রয়োজনে প্রেস কাউন্সিলের চেয়ারম্যানের সাথে আলোচনা করে, বিভিন্ন প্রশিক্ষণের আয়োজন করে, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশনের প্রতিটি সদস্যকে একজন দক্ষ কলম সৈনিক হিসেবে গড়ে তুলতে আমরা বদ্ধ পরিকর।” নবগঠিত ঢাকা মহানগর কমিটির সাধারণ সম্পাদক, রাশেদুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নবগঠিত ঢাকা মহানগর কমিটির সহ-সভাপতি নাহফিন রেজা, সহ-সভাপতি মোঃ সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক শাহীন মির্জা। অনুষ্ঠানে নবগঠিত ঢাকা মহানগর কমিটির নাম ঘোষণা করেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শেখ মাহমুদ এ রিয়াত এবং তাঁদের সকলকে ফুল দিয়ে বরণ করেন, ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি এম আকতারুজ্জামান। এর আগে সকাল পৌণে ১১ টায় একটি বর্ণাঢ্য র্যালী, অনুষ্ঠানস্থল থেকে শুরু করে বিএনএস টাওয়ার এর সম্মুখস্থ ঢাকা ময়মনসিংহ রোডের আজমপুর বাসস্ট্যান্ড এলাকা প্রদক্ষিণ করে, পুনরায় রেড চিকেন চাইনিজ রেষ্টুরেন্টের সম্মুখে ফিরে আসে।
নবগঠিত ঢাকা মহানগর কমিটি নিম্নরূপঃ
সভাপতি, মোঃ দেলোয়ার হোসেন (বাংলার চোখ), সিঃ সহ-সভাপতি, ড. ইঞ্জি. মাসুদা সিদ্দিক রোজী (উত্তরণ), সহ-সভাপতি, রুহুল আমিন স্বপন (আমাদের কন্ঠ), সহ-সভাপতি, নাহফিন রেজা (আলোকিত সকাল), সহ-সভাপতি, শামীম চৌধুরী (গণতদন্ত), সহ-সভাপতি, মোঃ সোহেল রানা (স্বদেশ প্রতিদিন), সহ-সভাপতি, আরিফ হোসেন চৌধুরী (সত্যপ্রকাশ), সাধারণ সম্পাদক, রাশেদুল হক (প্রথম ভোর), যুগ্ম-সম্পাদক, মোঃ জাহাঙ্গীর আলম (এশিয়া বার্তা), যুগ্ম-সম্পাদক, মোঃ মাহবুব আলম (খোলা কাগজ), যুগ্ম-সম্পাদক, মোঃ তানভীর হোসেন (দূরন্ত নিউজ), সাংগঠনিক সম্পাদক, শাহীন মির্জা (আলোকিত সকাল), কোষাধ্যক্ষ, মোঃ হাফিজুর রহমান (প্রথম ভোর), দপ্তর সম্পাদক, মোঃ সামছুদ্দোহা (অন্যায়ের চিত্র), প্রচার ও প্রকাশনা সম্পাদক, মোঃ জাকিরুল ইসলাম (জয়যাত্রা টিভি), সমাজকল্যাণ সম্পাদক, মোঃ আতিয়ার রহমান (আমার বার্তা), আইন বিষয়ক সম্পাদক, দেবাশীষ রায় (আলোকিত সকাল), সাংস্কৃতিক সম্পাদক, মোঃ সোহেল রানা (সত্য প্রকাশ), ধর্ম বিষয়ক সম্পাদক, হাফেজ আবুল বাশার (নিউজ এজেন্সী), মহিলা বিষয়ক সম্পাদিকা, হোসনে আরা হীরা, (স্বাধীন বাংলা), সহ মহিলা বিষয়ক সম্পাদিকা, রেহেনা রেনু (নতুন সময়), নির্বাহী সদস্য, এম আকতারুজ্জামান (বিশ্ব মানচিত্র), নির্বাহী সদস্য, এম এস আরিফ (জনতা), নির্বাহী সদস্য, সজীব খান (প্রথম বেলা), নির্বাহী সদস্য, মোঃ আল আমিন (বি বি নিউজ), নির্বাহী সদস্য, মোঃ রিপন (গো বাংলা টিভি)।