logo
আপডেট : ১৮ ডিসেম্বর, ২০২০ ২০:৪৪
চকবাজারে ফেনসিডিলসহ গ্রেফতার দুই মাদক ব্যবসায়ী
নিজস্ব প্রতিবেদক

চকবাজারে ফেনসিডিলসহ গ্রেফতার দুই মাদক ব্যবসায়ী


রাজধানীর চকবাজার এলাকা হতে ৫৩০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। গোপন সংবাদের ভিত্তিতে আজ বিকেল চারটার দিকে র‌্যাবের একটি দল কামালবাগ (বটতলা ট্যাংকিরঘাট) এলাকায় অভিযান চালিয়ে ৫৩০ বোতল ফেনসিডিলসহ তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো মো. দ্বীন ইসলাম (২৮) এবং মো. মোতাহার আলী ওরফে বিদ্যুৎ (২৫)। এ সময় তাদের কাছ থেকে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ১ টি ট্রাক, ২ টি মোবাইল ফোন ও নগদ আট হাজার আটশত টাকা উদ্ধার করে র‌্যাব।
গ্রেফতারকৃত প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে র‌্যাব-১০ এর এনায়েত কবির সোয়েব বাংলাদেশ প্রতিদিনকে বলেন, এরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে ঢাকাসহ এর আশপাশের এলাকায় মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে। তিনি আরো বলেন, গ্রেফতারকৃতদের আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এসব তথ্যগুলো খতিয়ে দেখা হচ্ছে।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com