পাশ্চাত্যের সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা অক্ষুণ্ন রাখার পক্ষপাতি বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ। তিনি বলেছেন, ‘গোটা বিশ্ব চায় যুক্তরাষ্ট্রকে ছাড়াই পরমাণু সমঝোতা বাস্তবায়ন করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হোক।’
টুইটারে দেয়া এক বার্তায় আসিয়ান সম্মেলনে বিশ্ব নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাতের কথা উল্লেখ করে এ কথা বলেন জারিফ। সিঙ্গাপুরে অনুষ্ঠিত আসিয়ান অর্থনৈতিক জোটের পররাষ্ট্রমন্ত্রীদের চলমান সম্মেলনে অংশগ্রহণকারী জারিফ স্বাগতিক দেশের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর পাশাপাশি বিশ্বের বেশ কয়েকটি দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে সাক্ষাৎ করেন। সূত্র: পার্স টুডে।
সাক্ষাতের আলোচনার কথা উল্লেখ করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, গোটা বিশ্ব চায় যুক্তরাষ্ট্রকে ছাড়াই পরমাণু সমঝোতা বাস্তবায়ন করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হোক।
গত মে মাসে ইরানের সঙ্গে স্বাক্ষরিত আন্তর্জাতিক পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেয়ার ঘোষণা দেন ট্রাম্প। এরপর থেকে দুটো দেশের পক্ষ থেকে পাল্টাপাল্টি হুমকি দেওয়ার ঘটনা ঘটছে।
ওই চুক্তিতে ধীরে ধীরে ইরানের পরমাণু কর্মসূচি পরিহার করার বদলে দেশটির উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়ার অঙ্গীকার করা হয়েছিল। এখন চুক্তি থেকে নিজেদের প্রত্যাহার করে নেওয়ার পর ওয়াশিংটন ইরানের উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করছে।
কিন্তু ২০১৫ সালে আরো যেসব পক্ষ ওই চুক্তিতে সই করেছিল তারা ইরানের উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের ব্যাপারে আপত্তি জানিয়ে আসছে। এই দেশগুলো হচ্ছে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, চীন এবং রাশিয়া।
সিঙ্গাপুরে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক কমিশনের প্রধান কর্মকর্তা ফেডেরিকা মোগেরিনির সঙ্গে সাক্ষাতের কথা উল্লেখ করে মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেন, ওই সাক্ষাতে ইরানের জনগণ যাতে পরমাণু সমঝোতায় বর্ণিত অর্থনৈতিক সুবিধা পেতে পারে তার খুঁটিনাটি নিয়ে আলোচনা হয়েছে।