logo
আপডেট : ১৯ ডিসেম্বর, ২০২০ ২২:০৪
ভারতের ৩৬ রানের ইনিংস নিয়ে ফানি টুইট করলেন শেবাগ
অনলাইন ডেস্ক

ভারতের ৩৬ রানের ইনিংস নিয়ে ফানি টুইট করলেন শেবাগ


অ্যাডিলেডে শনিবার অস্ট্রেলিয়ার কাছে রীতিমতো নাস্তানাবুদ ভারত। নাস্তানাবুদ বললেও বোধহয় কম হয়, এক উইকেটে নয় রান নিয়ে দিন শুরু করে ভারত যে গুটিয়ে গেছে মাত্র ৩৬ রানে! এরপরই 
সাবেক ক্রিকেটার থেকে শুরু করে দেশে ও বিদেশ থাকা ক্রিকেট ভক্তরাও মেতে উঠেছেন ট্রলে। কেউ কেউ আবার ভারতের ১১ ব্যাটারের রান সংখ্যা এক সাথে করে বানিয়ে ফেলছেন ১১ ডিজিটের টেলিফোন নম্বরও।
কিন্তু ভারতীয় সাবেক ওপেনার শেবাগের মতে এটি কোন টেলিফোন নম্বর নয় শেবাগের কাছে সেটি ‘ওয়ান টাইম পাসওয়ার্ড’ বা ওটিপি। তার টুইটে তিনি লিখেছেন, এই পুরো ব্যাপারটা ভুলে যাওয়ার ওটিপি বলেই মনে হচ্ছে ৪৯২০৪০৮৪০৪১।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com