logo
আপডেট : ১৯ ডিসেম্বর, ২০২০ ২২:২৩
মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরানের সঙ্গে বাণিজ্যের আহ্বান জাতিসংঘ মহাসচিবের
অনলাইন ডেস্ক

মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরানের সঙ্গে বাণিজ্যের আহ্বান জাতিসংঘ মহাসচিবের


ইরানের সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের বাণিজ্য শুরুর আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। ইরানের ওপর আমেরিকার অবৈধ ও একতরফা নিষেধাজ্ঞা সত্ত্বেও এই আহ্বান জানালেন জাতিসংঘ মহাসচিব।
তিনি আরো বলেন, ২০১৫ সালে সই হওয়া ঐতিহাসিক পরমাণু সমঝোতা রক্ষা করা জরুরি। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অনুমোদিত ২২৩১ নম্বর প্রস্তাবের আওতায় এই বাণিজ্য শুরু হতে পারে। এই প্রস্তাবনার মাধ্যমে নিরাপত্তা পরিষদে পরমাণু সমঝোতা অনুমোদন করা হয়।
গুতেরেস বলেন, ইরানের সঙ্গে পরমাণু ইস্যুতে যে সংকট রয়েছে এই সমঝোতা হচ্ছে তার পূর্ণাঙ্গ, দীর্ঘমেয়াদী এবং সঠিক সমাধান। সমঝোতা বাস্তবায়নের মাধ্যমে আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তা রক্ষা করা সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।
পরমাণু সমঝোতা রক্ষা করার জন্য স্বাক্ষরকারী দেশগুলোর প্রতি আহ্বান জানান জাতিসংঘ মহাসচিব।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com